শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

রংপুরে আনসার আল ইসলামের চার সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রংপুর

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের উত্তরাঞ্চলের দাওয়াতি শাখার দায়িত্বশীল মুনতাসীর বিল্লাহসহ চারজনকে গ্রেফতার করেছে রংপুর র‌্যাব-১৩ এর সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে আলামত হিসেবে বিভিন্ন দাওয়াতি বই, ৪টি মোবাইল ও সিমকার্ড জব্দ করা হয়। গতকাল বিকালে রংপুর নগরীর আলমনগরস্থ র‌্যাব-১৩ সদর দফতরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাবের মিডিয়া পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। গ্রেফতাররা হলেন- ঠাকুরগাঁওয়ের ইয়াছিন (১৭), দিনাজপুরের মুনতাসির বিল্লাহ (৩৬), আবদুল মালেক (৩৩) ও সাব্বির হোসেন (২০)। বৃহস্পতিবার রাতে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৩ এর আভিযানিক দল ঠাকুরগাঁও সদর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৩১ আগস্ট ডিজিএফআইয়ের তথ্যের ভিত্তিতে র‌্যাব নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের খুলনা, বাগেরহাট ও গোপালগঞ্জ অঞ্চলের দাওয়াতী শাখার দায়িত্বপ্রাপ্তসহ ৫ জনকে গ্রেফতার করে। তারা জিজ্ঞাসাবাদে র‌্যাবকে বিভিন্ন অঞ্চলের কার্যক্রম ও সদস্য নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। এর ভিত্তিতে উত্তরাঞ্চলসহ বিভিন্ন অঞ্চলে নজরদারি বৃদ্ধি করে র‌্যাব এবং বৃহস্পতিবার চারসদস্যকে গ্রেফতার করে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর