শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা
সামাজিক সাংস্কৃতিক সংগঠনের বিবৃতি

সাইবার নিরাপত্তা আইন বাতিল দাবি

সাংস্কৃতিক প্রতিবেদক

‘প্রতিবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন’-এর ব্যানারে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এক বিবৃতিতে অবিলম্বে জাতীয় সংসদে পাস হওয়া সাইবার নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়েছে। সংগঠনগুলো বিতর্কিত এ আইন পাসের তীব্র নিন্দা জানিয়েছে। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হয়, বহুলবিতর্কিত ও সমালোচিত ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করে সাইবার নিরাপত্তা আইন নামে নতুন আইনটি করা হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে নতুন আইনটি অনেক বেশি ‘নমনীয়’ করা হয়েছে এবং পূর্ববর্তী আইনের তুলনায় এখানে শাস্তির মাত্রাও অনেকাংশেই কমানো হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে অল্প কয়েকটি কম গুরুত্বপূর্ণ ধারায় শাস্তি কমানো ছাড়া অধিক সমালোচিত এবং অতীতে জনগণের মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করার কাজে বহুলভাবে ব্যবহৃত ধারাগুলোর ক্ষেত্রে তেমন কোনো সংশোধন বা পরিবর্তন আনা হয়নি। অপপ্রয়োগের প্রচুর সুযোগ রেখে এবং অংশীজনদের সঙ্গে কোনো আলোচনা না করেই এমন একটি নিবর্তনমূলক আইন পাসের তীব্র সমালোচনা ও নিন্দা এবং অবিলম্বে নিবর্তনমূলক এ আইন বাতিলের দাবি জানানো হচ্ছে। প্রতিবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোর পক্ষে বিতর্কিত এ আইনটি বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র, গণসংস্কৃতি কেন্দ্র, সংহতি সংস্কৃতি সংসদ, সমাজ অনুশীলন কেন্দ্র, বাংলাদেশ গণশিল্পী সংস্থা, সাংস্কৃতিক ইউনিয়ন, রাজু বিতর্ক অঙ্গন, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, ভাগ্যকুল পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্র, সমগীত সংস্কৃতি প্রাঙ্গণ, প্রগতি লেখক সংঘ, গণসংস্কৃতি পরিষদ, স্বদেশ চিন্তা সঙ্ঘ, বাংলাদেশ থিয়েটার, তীরন্দাজ, রণেশ দাশগুপ্ত চলচ্চিত্র সংসদ, এই বাংলায়, ঢাকা ড্রামা, বিজ্ঞান আন্দোলন মঞ্চ, বিবর্তন নাট্যগোষ্ঠী-সিরাজগঞ্জ, বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশন, ধাবমান সাহিত্য আন্দোলন, থিয়েটার ’৫২, সমাজতান্ত্রিক বুদ্ধিজীবী সংঘ, মওলানা আবদুল হামিদ খান ভাসানী পরিষদ, শহীদ আসাদ পরিষদ, মাদল, বটতলা-এ পারফরম্যান্স স্পেস, সমাজ চিন্তা ফোরাম, চারণ সাংস্কৃতিক কেন্দ্র।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর