রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

সব ‘কালাকানুন’ বাতিলের দাবিতে বাসদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী সরকারের পদত্যাগ ও তদারকি সরকারের অধীনে নির্বাচন এবং নিবর্তনমূলক সাইবার সিকিউরিটি অ্যাক্টসহ সব কালাকানুন বাতিলের দাবিতে গতকাল দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সংগঠনটির ঢাকা মহানগর শাখার উদ্যোগে গতকাল বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বাসদ ঢাকা মহানগর শাখার সদস্যসচিব জুলফিকার আলী এতে সভাপতিত্ব করেন। মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, অতীতের ডিজিটাল নিরাপত্তা আইনের মত সাইবার নিরাপত্তা আইনটিও সমালোচনা, ভিন্নমত ও মুক্তচিন্তা দমনের ক্ষেত্রে সরকারের হাতে অস্ত্র হিসেবে ব্যবহৃত হবে। আইনের ৪২ ধারায় পুলিশকে বিনা পরোয়ানায় তল্লাশি, জব্দ ও গ্রেফতার, ২৭ ও ৩২ ধারায় সর্বোচ্চ শাস্তি এক কোটি টাকা জরিমানা এবং ১৪ বছর কারাদণ্ডের বিধান, ২৮ ধারায় (ঘৃণ্য ব্লাসফেমি আইনের নবসংস্করণ) ধর্মীয় অনুভূতিতে আঘাতের শাস্তির নামে দুই বছরের জেল ও পাঁচ লাখ টাকা জরিমানার বিধান বাস্তবে সাংবাদিক ও সচেতন মানুষদের হয়রানির কাজে ব্যবহৃত হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর