বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

রোমিও-জুলিয়েট এখন রংপুরে

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রোমিও-জুলিয়েট এখন রংপুরে

রংপুর চিড়িয়াখানায় যুক্ত হয়েছে রোমিও-জুলিয়েট নামে বাঘের জুটি। গতকাল দুপুরে চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে  ট্রাকে করে লাল কাপড়ে মোড়ানো দুটি খাঁচায় রংপুর চিড়িয়াখানায় আনা হয়। বাঘ যুগলকে দেখতে দর্শনার্থীরা ভিড় জমান। এরপর দায়িত্বশীলরা ক্রেন দিয়ে খাঁচাবন্দি বাঘ দুটিকে চিড়িয়াখানায় বাঘের খাঁচার পেছনের দরজায় নিয়ে যান। এরপর খাঁচার দরজা খুলে চিড়িয়াখানার স্থায়ী বাড়িতে প্রবেশ করানো হয় রোমিও জুলিয়েটকে। এরপর বাঘের খাঁচার সামনে রোমিও জুলিয়েটকে স্বাগত জানিয়ে স্লোগান দিতে থাকেন উৎসুক জনতা। গতকাল (১৯ সেপ্টেম্বর) বাঘ দুটির জন্ম দিন হওয়ায় কেক কেটে তাদের জন্মদিন পালন করা হয়। চিড়িয়াখানার একমাত্র বাঘিনী শাওন বার্ধক্যজনিত কারণে গত বছরের ৪ ফেব্রুয়ারি মারা গেলে বাঘের খাঁচাটি এতদিন শূন্য পড়ে ছিল। এ নিয়ে ৩২ প্রজাতির ২৫৪টি প্রাণী চিড়িয়াখানায় ঠাঁই পেল। চিড়িয়াখানা সূত্র জানায়, এ বাঘ যুগল চট্টগ্রাম চিড়িয়াখানায় ২০২১ সালের ১৯ সেপ্টেম্বর জন্মগ্রহণ করে। রংপুর চিড়িয়াখানায় আনার পর কেক কেটে তাদের জন্মদিন পালন করা হয়। এদিকে দেড় বছরেরও বেশি সময় পর রংপুর চিড়িয়াখানায় বাঘ আসায় আনন্দ প্রকাশ করেন দর্শনার্থীরা। এ চিড়িয়াখানায় যে সব প্রাণী রয়েছে সেগুলো হলো- সিংহ, জলহস্তি তিনটি, ময়ূর আটটি, হরিণ ৫৯টি, অজগর সাপ দুটি, ইমু তিনটি, উটপাখি একটি, বানর ৯টি, কেশওয়ারি একটি, গাধা আটটি, ঘোড়া দুটিসহ বিভিন্ন প্রজাতির পাখি উল্লেখযোগ্য।

 দেশে দুটি সরকারি চিড়িয়াখানের মধ্যে রংপুর একটি। এ সব প্রাণীর মধ্যে নিঃসঙ্গ অবস্থায় রয়েছে উটপাখি, হনুমান, কেশওয়ারি। এরা সঙ্গীর অভাবে বংশ বিস্তার করতে পারছে না। রংপুর চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. আম্বার আলী তালুকদার বলেন, গতকাল তাদের বয়স দুই বছর পূর্ণ হলো। তাই কেক কেটে তাদের জন্মদিন পালন করা হয়েছে। আমরা প্রতি বছর তাদের জন্মদিন পালন করব। প্রাথমিকভাবে বাঘ দুটির নাম রাখা হয়েছে রোমিও-জুলিয়েট।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর