বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

চট্টগ্রামে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নগরীর নবাব সিরাজউদ্দৌলা রোডে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত কাজল চৌধুরী হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। গতকাল চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ জসিম উদ্দীন এ রায় দেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- নগরের আতুরারডিপো এলাকার জহির সওদাগরের বাড়ির আবু ছিদ্দিকের ছেলে মো. হাছান ও ঝালকাঠির নলছিটি থানার বারই এলাকার মো. আসসাফ আলীর ছেলে আবু বক্কর খান রাজু।

আদালতের বেঞ্চ সহকারী নেছার আহম্মেদ বলেন, হত্যা মামলায় সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় ৩০২ ধারায় আসামি মো. হাছান ও আবু বক্কর খান রাজুকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে। এ ছাড়া ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় মো. হাছান আদালতে উপস্থিত ছিলেন। পলাতক আসামি রাজুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। 

উল্লেখ্য, ২০০৪ সালের ১৩ আগস্ট রাতে নগরের সিরাজদ্দৌল্লা সড়কে কাজল চৌধুরীর বাসায় পৌঁছামাত্র পেছন থেকে একটি বেবিটেক্সির চালকসহ চারজন কাজল চৌধুরীর হাতে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়।

 এ সময় কাজল চৌধুরীকে বুকে ও বগলে ছুরিকাঘাত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় কাজল চৌধুরী মারা যান। এ ঘটনায় কাজলের স্ত্রী রত্না চৌধুরী বাদী হয়ে নগরের কোতোয়ালি থানায় মামলা করেন।

মামলায় তদন্ত শেষে ২০০৬ সালের ৩০ মে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। একই বছরের ২০ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলায় ১৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রায় দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর