বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

রংপুরে ড. ইউনূসের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে বকেয়া পাওনা ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে রংপুর শ্রম ট্রাইব্যুনাল আদালতে মামলা হয়েছে। গতকাল এ মামলা করেন গ্রামীণ কৃষি ফাউন্ডেশনের  অবসরপ্রাপ্ত সিনিয়র খামার ব্যবস্থাপক মো. ফারুকুল ইসলাম। আদালতের বিচারক এ কে এম ফজলুল হক মামলাটি আমলে নিয়ে আগামী ২৬ সেপ্টেম্বর শুনানির তারিখ নির্ধারণ করেছেন। মামলার অভিযোগে বলা হয়, ড. মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মঞ্জুরি, গ্র্যাচুইটি, অর্জিত ছুটির অর্থ বাবদ বাদীর পাওনা রয়েছে ৯ লাখ ৭৫ হাজার ১২৫ টাকা। ক্ষতিপূরণের দাবিতে এই মামলা করা হয়। বাদীপক্ষের আইনজীবী শামিম আল মামুন বলেন, মামলার এক নম্বর বিবাদী ড. ইউনূস বাদীকে ৯ লাখ ৭৫ হাজার ১২৫ টাকা পরিশোধ না করে বিভিন্ন সময় চাপ প্রয়োগ করে অবসর গ্রহণে বাধ্য করেন।  ইতোপূর্বে ১ হাজার ২০০ জন কর্মকর্তাকে চাপ প্রয়োগ করে অবসর গ্রহণে বাধ্য করা হয়েছে বলে তিনি জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর