বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

বরিশালে ফিল্মি স্টাইলে ফেনসিডিল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জে মাদকবাহী একটি প্রাইভেট কার ধাওয়া করতে গিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি পিকাপ দুর্ঘটনাকবলিত হয়ে দুই সদস্য আহত হয়েছেন। ধাওয়ার মুখে আরোহীরা পালিয়ে গেলে ওই প্রাইভেট কার তল্লাশি করে ৪৯৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেন তারা। মঙ্গলবার রাতে মহাসড়কের বাকেরগঞ্জ পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের রুহিতার পাড় এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতরা হলেন সিপাহি মেহেদি হাসান (৩২) ও মো. সানি (২৬)। তাদের শেরবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক এনায়েত হোসেন জানান, সাদা রঙয়ের একটি প্রাইভেট কারে বিপুল পরিমাণ ফেনসিডিল পটুয়াখালীর দিকে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের রুহিতার পাড় এলাকায় চেকপোস্ট স্থাপন করে। সাদা রঙয়ের সন্দেহভাজন একটি প্রাইভেট কারকে থামার সংকেত দিলে তারা সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ায় চেষ্টা করে। এতে আরও সন্দেহের সৃষ্টি হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা একটি পিকআপ নিয়ে ওই প্রাইভেট কারটিকে ধাওয়া করেন। এ অবস্থায় মাদক কারবারিরা আরও বেপরোয়া গতিতে গাড়ি চালাতে থাকে। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পিকআপটি ওই প্রাইভেট কারটিকে ওভারটেক করার চেষ্টা করলে মাদক বহনকারী প্রাইভেট কারটির চালক গাড়িটি চাপিয়ে দেওয়ায় পিকআপটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।চালক খাদে পড়া পিকাপ থেকে বের হয়ে একটি মোটরসাইকেল নিয়ে প্রাইভেট কারটিকে ধাওয়া করে। ধাওয়ার মুখে আরোহীরা প্রাইভেট কার ফেলে পালিয়ে যায়। পরে ওই প্রাইভেট কার তল্লাশি করে ৪৯৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা।

বাকেরগঞ্জ থানার ওসি মো. মাকসুদুর রহমান জানান, মাদকবাহী একটি প্রাইভেট কার ধাওয়া করতে গিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি পিকাপ মহাসড়কের পাশে ডোবায় পড়ে যায়। এদিকে ধাওয়ার মুখে প্রাইভেট কার ফেলে আরোহীরা পালিয়ে যায়। পিকাপ দুর্ঘটনায় আহত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের দুই সদস্যকে উদ্ধার করে বরিশাল শেরবাংলা মেডিকেলে পাঠানো হয়েছে। ফেনসিডিলসহ প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এক কর্মকর্তা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় একটি মামলা করেছেন।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর