বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

বেড়েছে লেনদেন ও বেশির ভাগ শেয়ারের দর

নিজস্ব প্রতিবেদক

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের সামান্য পতন হয়েছে। গতকাল ডিএসইর প্রধান সূচক কমেছে দশমিক ৪৪ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৫ পয়েন্ট। ডিএসইতে সূচক সামান্য কমলেও বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেনের পরিমাণ। বাজারে লেনদেন হওয়া ৩২২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৮টির, কমেছে ৭৭টির আর অপরিবর্তিত রয়েছে ১৬৭টি কোম্পানির শেয়ারের দাম। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে দশমিক ৪৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩১০ পয়েন্টে। ডিএসইর ৩২২টি কোম্পানির ১৫ কোটি ৯ লাখ ৮০ হাজার ৬৯৪টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। টাকার পরিমাণে ৮৫৫ কোটি ৪৭ লাখ ৮৪ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৮১১ কোটি ৬৬ লাখ ৮৯ হাজার টাকা। অর্থাৎ লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল এমারেল্ড অয়েলের শেয়ার। দ্বিতীয় অবস্থানে ছিল ইস্টার্ন হাউজিংয়ের শেয়ার। তৃতীয় অবস্থানে ছিল রূপালী লাইফের শেয়ার। এর পরের তালিকায় ছিল- জেমিনি সি ফুড, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, মেট্রো স্পিনিং, ফু-ওয়াং ফুড, জনতা ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। অন্যদিকে সিএসই প্রধান সূচক ৫ দশমিক ৫৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৬৮ পয়েন্টে। সিএসইতে ১৬০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫০টির, কমেছে ৪৭টির ও অপরিবর্তিত রয়েছে ৬৩টির দাম। দিন শেষে সিএসইতে ২৭ কোটি ৮৩ লাখ ৯৭ হাজার ৮৫ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন  হয় ১১ কোটি ২০ লাখ ৯৬ হাজার ৯৯ টাকার শেয়ার।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর