বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

জেলা প্রশাসনের গণশুনানিতে সমাধান পেলেন অনেকে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল জেলা প্রশাসনের গণশুনানিতে সমস্যাগ্রস্তদের নানা সমস্যা শুনে সেগুলো সমাধানের পদক্ষেপ নিলেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। গতকাল দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের গণশুনানিতে সমস্যাগ্রস্ত ৪২ জন অংশ নেন। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় নতুন জেলা প্রশাসক নিয়মিত গণশুনানি করে মানুষের দুর্দশা লাঘবের প্রতিশ্রুতি দেন। গতকালের গণশুনানিতে দুই শিক্ষার্থী ৫ হাজার টাকা এবং দুজন ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা পেয়েছেন। একজন প্রতিবন্ধী পেয়েছেন হুইল চেয়ার। তিনজন ভূমি ও গৃহহীন জমিসহ ঘর চেয়ে আবেদন করেন। জেলা প্রশাসক তাদের সরকারি ঘর দিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন। তিনজন দুরারোগ্য রোগের চিকিৎসা সহায়তা চেয়ে আবেদন করেন। তাদের সমাজসেবা বিভাগে আবেদন করতে বলেন জেলা প্রশাসক। একজন অসহায় মা তার শিশু সন্তানের দুধ কেনার সহায়তা চাইলে জেলা প্রশাসক তাকে ৪ হাজার টাকা আর্থিক সহায়তা দেন। চারজন চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চাইলে তাদের হাসপাতালে ভর্তির পরামর্শ দেন জেলা প্রশাসক। তিনজন বাবা তাদের বিবাহযোগ্য মেয়ের বিয়ের জন্য আর্থিক সহায়তা চাইলে সমাজসেবা বিভাগকে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দেন জেলা প্রশাসক।

জেলা প্রশাসকের সহায়তা ও প্রতিশ্রুতি পেয়ে খুশি গণশুনানিতে অংশগ্রহণকারীরা।

এ বিষয়ে জেলা প্রশাসক শহিদুল ইসলাম বলেন, সরকার প্রতি সপ্তাহের বুধবার গণশুনানির জন্য ধার্য করে দিয়েছে। ওইদিন যারা আসবেন তাদের সমস্যা শুনতে হবে এবং ব্যবস্থা নিতে হবে। যে কেউ বুধবার এসে জেলা প্রশাসনে তাদের সমস্যার কথা বলে সমাধান নিতে পারবেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর