বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

মিথ্যা ঘোষণায় আমদানি করা গুঁড়া দুধ জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

মিথ্যা ঘোষণা দিয়ে চীন থেকে আনা চার কনটেইনার গুঁড়া দুধ ও ডেক্সট্রোজ জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস। জব্দ করা কনটেইনারগুলোতে ২৮ মেট্রিকটন গুঁড়া দুধ ও ৪০ মেট্রিকটন ডেক্সট্রোজ রয়েছে। গতকাল গুঁড়া দুধ ও ডেক্সট্রোজ জব্দ করার বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম কাস্টমস। চট্টগ্রাম কাস্টমসের ডেপুটি কমিশনার মো. সাইফুল হক বলেন, ঢাকার পুরানা পল্টন এলাকার আমদানিকারক প্রতিষ্ঠান ‘জিওয়াই ট্রেড প্রাইভেট লিমিটেড’ চীন থেকে ৩ হাজার ২১৯ বস্তা ক্যালসিয়াম কার্বনেট ঘোষণা দিয়ে পণ্য আমদানি করে। চলতি মাসের ১১ তারিখ কাস্টমসে বিল অব অ্যান্ট্রি দাখিল করা হয়। সন্দেহজনক মনে হওয়ায় এআইআর শাখা পণ্য চালানটি লক করে। ১৯ সেপ্টেম্বর শতভাগ কায়িক পরীক্ষা করা হয়। কায়িক পরীক্ষায় ২৮০০ বস্তায় প্রায় ২৮ মেট্রিকটন গুঁড়া দুধ এবং ৪০ মেট্রিকটন ডেক্সট্রোজ পাওয়া যায়। মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আমদানির ফলে সরকারের প্রায় ১ কোটি টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার চেষ্টা করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর