বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

চালু হলো ‘হ্যালো কেএমপি’ অ্যাপস

অনলাইনে মিলবে ১৩ ধরনের পুলিশি সেবা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা নগরীতে আইনশৃঙ্খলা সংক্রান্ত কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ‘হ্যালো কেএমপি’ অ্যাপস চালু করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। এতে অনলাইনে পুলিশের কাছে অভিযোগ, তথ্য প্রদান, নিউজ পোর্টাল ভিজিট, জিডি করা ও পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের আবেদনসহ ১৩ ধরনের সেবা পাওয়া যাবে। গতকাল কেএমপি সদর দফতরের সম্মেলন কক্ষে ‘হ্যালো কেএমপি’ অ্যাপসের উদ্বোধন করেন পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন অতিরিক্ত কমিশনার সরদার রকিবুল ইসলাম। এ অ্যাপস থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করা, কেএমপি অফিশিয়াল ওয়েবসাইট ব্রাউজিং করা, কেএমপির সব পর্যায়ের পুলিশ কর্মকর্তার মোবাইল নম্বর, পাসপোর্ট ভেরিফিকেশন অগ্রগতি আপডেট, নগরীর আবহাওয়া ও ট্রাফিক আপডেট, মেট্রোপলিটন পুলিশের সেবা সংক্রান্ত জিজ্ঞাসার উত্তর, বিভিন্ন জরুরি সেবাদানকারী সরকারি প্রতিষ্ঠানের যোগাযোগ নম্বর ও মেট্রোপলিটন পুলিশের অফিশিয়াল ফেসবুক পেজ ভিজিট করা যাবে।

পুুলিশ কমিশনার বলেন, খুলনা নগরীতে আইনশৃঙ্খলা সংক্রান্ত পুলিশি সেবা সহজীকরণের লক্ষ্যে ‘হ্যালো কেএমপি’ অ্যাপস চালু করা হয়েছে। এটি সহজেই গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করা যায়। এই অ্যাপস ব্যবহারের মাধ্যমে ঘরে বসেই নগরবাসী অনলাইনে পুলিশি সেবা পেতে পারেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর