শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

বিএনপির মিছিল থেকে নাট্যকর্মীদের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে বিএনপির মিছিল থেকে নাট্যকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল বিকাল ৫টার দিকে মহানগরীর সারদা হলে এ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি রজতকান্তি গুপ্ত।

তিনি জানান, হামলায় তিনি নিজেসহ পরিষদের সাবেক সাধারণ সম্পাদক আবদুল কাইয়ূম মুকুল ও দর্পণ থিয়েটার সিলেটের সাবেক সাধারণ সম্পাদক নাহিদ পারভেজ বাবুসহ অন্তত ১০ নাট্যকর্মী আহত হয়েছেন। এর মধ্যে একজন নারীও রয়েছেন। রজতকান্তি গুপ্ত জানান, সারদা হল উদ্বোধন ও নাট্য উৎসব উপলক্ষে প্রস্তুতি নিচ্ছিলেন নাট্যকর্মীরা। এ সময় সিলেটের আলিয়া মাদরাসা অভিমুখে বিএনপির একটি মিছিল যাচ্ছিল। সেখান থেকে কয়েক যুবক হলের ভিতর ঢুকে নারী নাট্যকর্মীদের উত্ত্যক্ত করে। পরে তাদের সেখান থেকে চলে যেতে বললে কিছুক্ষণ পর তারা দলবেঁধে নাট্যকর্মীদের ওপর হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা ইটপাটকেল ছুড়তে থাকে। এতে নারী নাট্যকর্মীসহ ১০ জন আহত হন। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল বের করেন সংস্কৃতিকর্মীরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর