শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

দিনভর দুর্ভোগের পর কর্মসূচি প্রত্যাহার ক্লিনিক মালিকদের

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

দিনভর ভোগান্তির পর ধর্মঘট প্রত্যাহার করেছেন ক্লিনিক মালিকরা। রাজশাহীতে অ্যানেস্থেসিওলজিস্টদের ফি বৃদ্ধির প্রতিবাদে অস্ত্রোপচার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় বেসরকারি ক্লিনিক ও হাসপাতাল মালিকরা। গতকাল সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য রাজশাহীর বিভিন্ন প্রাইভেট ক্লিনিক ও হাসপাতালে সব ধরনের অপারেশন বন্ধ হয়ে যায়। বিকালে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিশেনের সাধারণ সম্পাদক ডা. নওশাদ আলীর মধ্যস্থতায় সেই কর্মসূচিতে থেকে সরে আসেন ক্লিনিক মালিকরা।  গত ৪ সেপ্টেম্বর বাংলাদেশ সোসাইটি অব অ্যানেস্থেসিওলজিস্ট (বিএসএ) রাজশাহী শাখা বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে পারিশ্রমিকের (ফি) নতুন তালিকা পাঠালে দুই পক্ষের মধ্যে দর কষাকষি ও মনোমালিন্যের সৃষ্টি হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর