শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

ঢাকা ও গাজীপুরে ৮০ চোরাই মোবাইলসহ গ্রেফতার ১১

নিজস্ব প্রতিবেদক

মোবাইল ফোন চুরি ও আইএমইআই পরিবর্তন করে মোবাইল ফোন ক্রয়-বিক্রয় চক্রের ১১ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ। তারা হলেন- মো. দিপু, মো. সুজন, মো. লাম ইসলাম, মো. সোহেল রানা, মো. শাহিরুল ইসলাম, মো. রায়হান, মো. ইমরান নাজির, মো. জাহাঙ্গীর আলাম, শেখ মো. বাবু, মো. সুমন শেখ ও মো. মোশারফ। এদের কাছ থেকে ৮০টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গতকাল ঢাকা ও গাজীপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে তুরাগ থানায় মামলা করা হয়েছে। গতকাল রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেন, ঢাকা মহানগর ও গাজীপুর থেকে মোবাইল চোর, আইএমইআই পরিবর্তন ও ক্রয়-বিক্রয় চক্রের ১১ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ৮০টি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, একটি ডেস্কটপ, আইএমইআই কাটায় ব্যবহৃত তিনটি ডিভাইস, ১৫টি সিম কার্ড ও ১১টি মেমোরি কার্ড জব্দ করা হয়।

তারা জনসমাগমস্থল, বাস টার্মিনাল, রেল স্টেশন ও মার্কেট থেকে মোবাইল ফোন চুরি করে। পরে ফোনগুলোর আইএমইআই পরিবর্তন করে বিক্রি করে। ফোন লক খোলার ক্ষেত্রে চক্রের সদস্য সুজন ও লাম সহায়তা করত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর