শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

বেবী মওদুদকে মরণোত্তর ‘বঙ্গবন্ধু শেখ মুজির স্বর্ণপদক’ প্রদান

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

বঙ্গবন্ধু বিষয়ক গবেষণার জন্য বিশিষ্ট সাংবাদিক, লেখক এবং সাবেক সংসদ সদস্য বেবী মওদুদকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব স্বর্ণপদক-২০২৩’ (মরণোত্তর) প্রদান করা হয়েছে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টি কর্তৃক তাকে এ পদক দেওয়া হয়। শিক্ষামন্ত্রী ড. দীপু মনি বেবী মওদুদের জ্যেষ্ঠ পুত্র রবিউল হাসান অভির হাতে স্বর্ণপদক তুলে দেন। সনদপত্র তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। আরও বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টির পরিচালক অধ্যাপক ড. ফকরুল আলম এবং স্বর্ণপদকপ্রাপ্ত (মরণোত্তর) বেবী মওদুদের জ্যেষ্ঠ পুত্র রবিউল হাসান অভি। প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, শোষণ-নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠা ও স্বাধীনতার জন্য বঙ্গবন্ধু সারা জীবন লড়াই-সংগ্রাম করেছেন। পিতার অসমাপ্ত কাজ সমাপ্ত করার পথ চলায় বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ছায়ার মতো কাজ করেছেন বেবী মওদুদ।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শান্তি ও মুক্তির দর্শন সব সময় বিশ্বে শান্তিকামী ও মুক্তিকামী মানুষের অনুপ্রেরণার উৎস।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর