শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

সপ্তাহের শেষ দিনে সূচক লেনদেনে পতন

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের চতুর্থ দিনে সূচক লেনদেনে দরপতন হয়েছে শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান মূল্যসূচক কমেছে। একই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। ডিএসইতে ৬৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। দাম কমেছে ৮৪টির এবং ১৫৬টির দাম অপরিবর্তিত রয়েছে।

দিনশেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স শূন্য দশমিক ৮৮ পয়েন্ট কমে ৬ হাজার ৩০৯ পয়েন্টে অবস্থান করছে। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৭৩৫ কোটি ৩৫ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৮৫৫ কোটি ৪৭ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ১২০ কোটি ১২ লাখ টাকা। টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে ইউনিয়ন ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির ২৫ কোটি ৮২ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ফু-ওয়াং ফুডের শেয়ার লেনদেন হয়েছে ২৪ কোটি ১৫ লাখ টাকার। ২৩ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে জেমিনি সি ফুড। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৭ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৬৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৮টির দাম বেড়েছে। দাম কমেছে ৫৩টির এবং ৬২টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ২৪ কোটি ৪৭ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ২৭ কোটি ৮৩ লাখ টাকা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর