শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

এবিটি ও আল্লাহর দলের তিন সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

এবিটি ও আল্লাহর দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তারা হলেন- মুজাহিদুল ইসলাম, সাকির আহমদ ও ইউনুস আলী। জয়পুরহাট ও টাঙ্গাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এটিইউ বলছে, গ্রেফতাররা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি) ও আল্লাহর দলের সদস্য। তারা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে তথাকথিত খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশে দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল। এটিইউর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) ওয়াহিদা পারভীন জানান, গত বুধবার জয়পুরহাটের পাঁচবিবি থানার ৭ নম্বর কুসুম্বা ইউনিয়নের ধুরইল এলাকা থেকে এটিইউ সদস্য মুজাহিদুলকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পাঁচবিবি থানার ২ নম্বর ধরনজী ইউনিয়নের কড়িয়া বাজার এলাকা থেকে তার সহযোগী সাকিরকে গ্রেফতার করা হয়। গতকাল টাঙ্গাইলের মির্জাপুর থানার হাঁটুভাঙ্গা এলাকা থেকে আল্লাহর দলের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইউনুসকে গ্রেফতার করা হয়।

সিলেট মেট্রোপলিটনের কোতোয়ালি থানায় দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ২০১৭ সালে তার ৭ বছর কারাদণ্ড হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর