শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

বসুন্ধরা আই হসপিটালের সেবায় খুশি ২ হাজার মানুষ

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার বরুড়া উপজেলায় বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ভিশন কেয়ার ফাউন্ডেশন এবং এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় ২ হাজার মানুষকে বিনা খরচে চোখের চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। বিনামূল্যে চোখের সেবা পেয়ে খুশি তারা। এদিকে সেবাগ্রহীতাদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হয়েছে প্রয়োজনীয় ওষুধপত্র ও চশমা। চোখের ছানি ও মাংস বৃদ্ধির সমস্যা রয়েছে যাদের তাদেরকে বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়েছে। অস্ত্রোপচারের রোগীর সংখ্যা ৩৮০ জন। গতকাল বরুড়া উপজেলার গালিমপুর ইউনিয়নে ঝাপুয়া আশ্রাফিয়া ইসলামিয়া দাখিল মাদরাসায় এই সেবা প্রদান করা হয়। দেখা গেছে, সেবাপ্রত্যাশীদের মধ্যে বরুড়া উপজেলার ভাউকসার, গালিমপুর ও শাকপুর ইউনিয়নের মানুষের সংখ্যা ছিল উল্লেখযোগ্য। বরুড়া উপজেলা ছাড়াও লাকসাম, সদর দক্ষিণ, কচুয়া, লালমাইসহ কুমিল্লার বিভিন্ন উপজেলা এবং চাঁদপুর থেকেও মানুষ এই ক্যাম্পে আসেন সেবা নিতে। সকালে বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের দুজন চিকিৎসকসহ ১২ জনের বিশেষজ্ঞ টিম এখানে সেবা দিতে আসেন। ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক ডা. মো. সালেহ আহম্মেদের নির্দেশনায় চিকিৎসক দলটির নেতৃত্বে ছিলেন ডা. মজুমদার গোলাম রাব্বি। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে দেখা গেছে এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ও সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমনকে।

জাকারিয়া তাহের সুমন বলেন, চোখে সমস্যা আছে এমন মানুষদের সুস্থ করে তাদের মুখে হাসি ফোটাতে এই উদ্যোগ নিয়েছি। আমাদের ডাকে সাড়া দিয়ে বসুন্ধরা আই  হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এবং ভিশন কেয়ার ফাউন্ডেশন এখানে বিনামূল্যে চোখের চিকিৎসার ব্যবস্থা করায় আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।

শাকপুর গ্রামের বৃদ্ধা আমেনা বেগম (৭০) বলেন, টাকার অভাবে ডাক্তার দেখাতে পারিনি। আজকে এখানে এসে পয়সা ছাড়া ডাক্তার দেখিয়েছি। ডাক্তার সাহেবরা ভালোভাবে আমার চোখ দেখছেন। তারা বলেছেন, আমার চোখের ছানি অপারেশন লাগবে। তারা আমাকে নিয়ে গিয়ে অপারেশন করিয়ে বাড়ি পৌঁছে দেবে। দোয়া করি মহান আল্লাহ বসুন্ধরাসহ উদ্যোক্তাদের ভালো করুক। ডা. মজুমদার গোলাম রাব্বি বলেন, বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক ডা. মো. সালেহ আহম্মেদের নির্দেশনায় আজকের এই কার্যক্রমটি পরিচালিত হয়েছে। বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট মানুষের কল্যাণে কাজ করছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর