শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে : জমিয়ত

নিজস্ব প্রতিবেদক

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আয়োজিত সমাবেশে বক্তারা বলেছেন, আগের দুটি নির্বাচনের মতো যেনতেন নির্বাচন দিয়ে ক্ষমতা আবারও ধরে রাখতে চায় সরকার। একটি স্বাধীন দেশে এমন আচরণ মেনে নেওয়া যায় না। সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সরকারকে অবশ্যই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে হবে। গতকাল রাজধানীর বক্স কালভার্ট রোডে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। জমিয়ত সভাপতি মাওলানা শায়খ যিয়া উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- দলের সিনিয়র সহসভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা আবদুল কুদ্দুস তালুকদার, মাওলানা জোনায়েদ আল হাবীব, মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, মাওলানা আবদুল কুদ্দুস কাসেমী প্রমুখ।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর