শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা
সিরাত সম্মেলনে বক্তারা

রাসুলের অনুসরণে আদর্শ সমাজ গঠন সম্ভব

নিজস্ব প্রতিবেদক

ওলামায়ে কেরাম ও ধর্মীয় আলোচকরা বলেছেন, মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ (সা.) ছিলেন সমগ্র মানবজাতির জন্য অনুসরণীয়। রাসুল (সা.)-এর সিরাত অনুসরণের মাধ্যমেই আদর্শ ও কল্যাণকর পৃথিবী গড়া সম্ভব। গতকাল রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে রহমাতুল্লিল আলামিন ফাউন্ডেশন আয়োজিত সিরাত সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। ফাউন্ডেশনের সভাপতি মুফতি সাখাওয়াত হোসেন রাযীর সভাপতিত্বে বক্তব্য রাখেন- সৈয়দ আজহার করিম, মাওলানা মনজুরুল ইসলাম আফিন্দী, মাওলানা ওমর ফারুক স্বন্দিপী, ড. আ ফ ম খালিদ হোসাইন, মাওলানা জয়নুল আবেদীন, মাওলানা রেজাউল করিম অবরার, মাওলানা লুৎফুর রহমান ফরাজী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা জাকারিয়া মাহমুদ। মুফতি সাখাওয়াত হোসেন রাযী বলেন, রাসুল (সা.)-এর সিরাত নিয়ে গবেষণা ও চর্চা করতে হবে। সিরাত পাঠে অভ্যস্ত হতে হবে। কেননা সিরাতেই আছে বর্তমান ও ভবিষ্যতের সব সমস্যার সমাধান।  সিরাতের ব্যাপক প্রচার ও প্রসারের লক্ষ্যে রহমাতুল্লিল আলামিন ফাউন্ডেশন সারা দেশে জেলা পর্যায়ে কনফারেন্স করবে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর