শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

যুক্তরাজ্যে ২০৩২ সাল পর্যন্ত শুল্কমুক্ত সুবিধা চায় বিজিএমইএ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারের কাছে চিঠি পাঠিয়ে ২০৩২ সাল পর্যন্ত শুল্কমুক্ত সুবিধার সময় বৃদ্ধি করার অনুরোধ জানিয়েছেন। এর কারণ উল্লেখ করে চিঠিতে বলা হয়েছে, মহামারির কারণে বিশ্বব্যাপী তৈরি পোশাকশিল্প মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিজিএমইএ সভাপতি বলেন, ‘আমরা যুক্তরাজ্য সরকারের কাছে এমন একটি বাণিজ্য ও উন্নয়ন বান্ধব ট্যারিফ স্কিম চালু করার জন্য আমাদের গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি, যা বাংলাদেশের শিল্প ও অর্থনীতিতে আরও অবদান রাখবে।’ ফারুক হাসান চিঠিতে লিখেছেন, বাংলাদেশ ২০২২-২৩ অর্থবছরে যুক্তরাজ্যে ৫০২ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে, যা আগের অর্থবছরের তুলনায় ১১ দশমিক ৭৮ শতাংশ বেশি। বিজিএমইএ সভাপতি চিঠিতে উল্লেখ করেছেন, ডেভেলপিং কান্ট্রি ট্রেডিং স্কিম (ডিসিটিএস) বাণিজ্য সম্পর্ক আরও নিবিড় করার পথ প্রশস্ত করবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর