সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

৪১ টাকার আলু বিক্রি হলো ৩২ টাকা দরে

ভোক্তার মাইকিং

নিজস্ব প্রতিবেদক, খুলনা

সরকারি নির্দেশনা অমান্য করে খুলনায় বাড়তি দামে বিক্রি হচ্ছে আলু ও পিঁয়াজ। এতে ভোগান্তিতে পড়ছেন ক্রেতারা। গতকাল নগরীর সোনাডাঙ্গা কেসিসি পাইকারি কাঁচাবাজারে প্রতি কেজি আলু ৪১ টাকা ও পিঁয়াজ ৭০ টাকা দরে বিক্রি হয়। এ খবর পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সেখানে অভিযান চালায়। বাজারের মেসার্স আয়েশা বাণিজ্য ভান্ডারে ৯০ বস্তা আলু পাওয়া গেলেও কেনা দর দেখাতে ব্যর্থ হন আড়তদার। এখানে নির্ধারিত বাজার দরের চেয়েও ৯ টাকা বেশি দরে আলু বিক্রি করা হচ্ছিল।

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কর্মকর্তারা মাইকিং করে সরকার নির্ধারিত মূল্য ৩২ টাকা কেজি দরে ৯০ বস্তা আলু বিক্রি করে দেন। একই সঙ্গে আয়েশা বাণিজ্য ভান্ডারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ বাজারে পিঁয়াজ নির্ধারিত মূল্যের থেকেও বেশি দরে বিক্রি হচ্ছিল। বিক্রেতাদের এ বিষয়ে সতর্ক করা হয়। পরে নিউমার্কেট কাঁচাবাজারে অভিযান চালানো হয়। র‌্যাব কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর খুলনার উপ-পরিচালক মোহাম্মদ সেলিম জানান, আলুর পাইকারি বাজার নিয়ন্ত্রণে রাখতে নগরীর বিভিন্ন বাজারে অভিযান চালানো হয়। সোনাডাঙ্গা পাইকারি কাঁচাবাজারে অভিযানে একজন বিক্রেতা আলু ক্রয়ের রসিদ দেখাতে ব্যর্থ হওয়ায় এবং অতিরিক্ত দামে তা বিক্রি করায় তাকে জরিমানা করা হয়। এ সময় মাইকিং করে তার দোকানের ৯০ বস্তা আলু সরকার নির্ধারিত ৩২ টাকা কেজি দরে বিক্রি করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর