সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

সাবেক সিইসি ও নির্বাচন কমিশনারের সঙ্গে ইসির কর্মশালা ৪ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক

৪ অক্টোবর সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের নিয়ে ‘অবাধ ভোটাধিকার-প্রার্থী ও পোলিং এজেন্টের ভূমিকা’ শীর্ষক এক কর্মশালার আয়োজন করেছে বর্তমান নির্বাচন কমিশন। বেলা ১১টায় নির্বাচন ভবনে এ কর্মশালা অনুষ্ঠিত হবে। গতকাল নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান সাংবাদিকদের বলেন, ‘অবাধ ভোটাধিকার প্রয়োগ জনগণের সাংবিধানিক ও সংবিধিবদ্ধ মৌলিক মানবাধিকার। দীর্ঘ সময় দেশের নির্বাচন ব্যবস্থায় অনিয়ম ও কারচুপির বিভিন্ন মহলের অভিযোগসহ কালো টাকা ও পেশিশক্তির কারণে অবাধ ভোটাধিকার হরণ বা ব্যাহত হয় বলে অধিকাংশের ধারণা। এটা কখনো প্রত্যাশিত হতে পারে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর