সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা
রাজশাহীতে নদীবন্ধন

বরেন্দ্রে খরা মোকাবিলায় নদনদী সুরক্ষার দাবি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বরেন্দ্র অঞ্চলের খরা মোকাবিলায় নদী দখল-দূষণ বন্ধ এবং খনন ও সংরক্ষণের দাবিতে রাজশাহীতে ‘নদীবন্ধন কর্মসূচি’ পালন করা হয়েছে। গতকাল বরেন্দ্র ইয়ুথ ফোরাম ও গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বারসিকের যৌথ আয়োজনে নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়। বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি ও সূর্যকিরণ সমাজকল্যাণ সংস্থার সভাপতি শাইখ তাসনিম জামালের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকের সঞ্চালনায় বক্তারা বলেন, বরেন্দ্র অঞ্চলের নদী বাঁচলে বাঁচবে এ জনপদ, বাঁচবে এ অঞ্চলের জীববৈচিত্র্য, সুরক্ষা হবে এ অঞ্চলের বাস্তুসংস্থান। বক্তারা বলেন, বরেন্দ্র অঞ্চলের প্রধান নদী পদ্মা। পদ্মার প্রধান উপনদী মহানন্দা এবং পুনর্ভবা। পদ্মার বিভিন্ন শাখা নদীর মধ্যে গড়াই, বড়াল, আড়িয়াল খাঁ, কুমার, মাথাভাঙ্গা, কপোতাক্ষ ইত্যাদি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর