সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

ভিসানীতি নির্বাচন ও গণতন্ত্রে প্রভাব ফেলতে পারবে না : কাদের

নিজস্ব প্রতিবেদক

ভিসানীতি নির্বাচন ও গণতন্ত্রে প্রভাব ফেলতে পারবে না : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ কোনো ভিসানীতির প্রয়োগ বা নিষেধাজ্ঞার পরোয়া করে না। দেশের জনগণকে পরোয়া করে। কোনো দেশের ভিসানীতি বাংলাদেশের নির্বাচন ও গণতন্ত্রে কোনো প্রভাব ফেলতে পারবে না।

গতকাল আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ গণতান্ত্রিক চেতনা ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল। একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রতি দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ। আওয়ামী লীগ জনগণের ওপর আস্থা রেখেই সরকার পরিচালনা করে আসছে। জনগণই আওয়ামী লীগের একমাত্র শক্তি। জনগণের মতামতের ওপর ভিত্তি করেই দেশের গণতন্ত্রের পথরেখা নির্ধারিত হবে। তিনি বলেন, বিএনপি নেতৃবৃন্দ বরাবরের মতো তাদের নেত্রী খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে রাজনীতি করার অপচেষ্টা করছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর