সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

দেশের উন্নয়নের মূলে নারীর ক্ষমতায়ন : চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, নারীর ক্ষমতায়ন কৌশলের ওপর ভর করে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে। তাই বলা যায়, দেশের উন্নয়নের মূলে রয়েছে নারীর ক্ষমতায়ন। গতকাল দুপুরে প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবস উপলক্ষে অপর্ণাচরণ সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের উদ্যোগে স্মারক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর মো. সলিম উল্ল্যাহ বাচ্চু, নীলু নাগ, পারভীন মাহমুদ, নরেন্দ্রনাথ সূত্রধর। স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মো. আবু তালেব বেলাল, প্রধান আলোচক ছিলেন প্রফেসর ড. জয়নব বেগম, আলোচক ছিলেন প্রফেসর রীতা দত্ত ও অভীক ওসমান। অনুষ্ঠানে প্রীতিলতার জীবনের ওপর নাটক ও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর