সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

খালেদা জিয়াকে চিকিৎসার্থে বিদেশে পাঠান : ইউএলএফ

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানিয়েছেন ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের (ইউএলএফ) নেতৃবৃন্দ। পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি করেছেন তারা। গতকাল দুপুরে আইনজীবীদের নতুন মোর্চা ইউএলএফ আয়োজিত পদযাত্রা শেষে এক সমাবেশে নেতৃবৃন্দ এ দাবি জানান।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে থেকে দুপুর দেড়টার দিকে বিএনপি সমর্থক ও সমমনা আইনজীবীরা সুপ্রিম কোর্টের মাজার ফটক দিয়ে বের হয়ে পদযাত্রা শুরু করেন। এরপর শিক্ষা ভবন, কদম ফোয়ারা ও জাতীয় ঈদগাহ মাঠের পাশের সড়ক হয়ে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে গিয়ে পদযাত্রা শেষ হয়। এরপর প্রধান ফটকের বাইরে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের আহ্বায়ক জয়নুল আবেদীনের সভাপতিত্বে ও ইউএলএফ সুপ্রিম কোর্ট ইউনিটের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলীর পরিচালনায় আয়োজক সংগঠনের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ইউএলএফের প্রধান সমন্বয়ক ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক কায়সার কামালসহ ইউএলএফ নেতা মোহাম্মদ মহসীন রশীদ, জগলুল হায়দার আফ্রিক, কে এম জাবির, ইউএলএফের সমন্বয়ক গাজী কামরুল ইসলাম, সৈয়দ মামুন মাহবুব প্রমুখ বক্তব্য রাখেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর