মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

রাত হলেই তারা বের হতো ডাকাতির কাজে

খুলনায় সাত ডাকাত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, খুলনা

স্থানীয় বাজারে নিজের দোকান বন্ধ করে মধ্যরাতে বাড়ি ফিরছিলেন রায়হান সরদার (২৭)। তখনই পিছু নেয় ১০-১২ জনের ডাকাত দল। খুলনার ডুমুরিয়া বরাতিয়া গ্রামে বাড়ির কাছাকাছি এলে তাকে দেশীয় অস্ত্র দিয়ে জিম্মি করা হয়। তারপর জোরপূর্বক তার ঘরে ঢুকে পরিবারের তিন সদস্যকে হাত-পা বেঁধে ফেলে। নগদ টাকা, স্বর্ণালঙ্কার লুট করার পর রায়হানের ফুফা সাবাজুল মোল্লার ঘরে ঢুকে সেখানেও মালামাল লুট করে। গত ২২ সেপ্টেম্বর রাত পৌনে ১টা থেকে পৌনে ৩টা পর্যন্ত এ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলার পর পুলিশ অভিযান চালিয়ে ডাকাত চক্রের সাত সদস্যকে গ্রেফতার করে। খুলনা, সাতক্ষীরা ও যশোর জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। গতকাল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান। গ্রেফতাররা হলেন- মাজেদুল সরদার (৩৪), রফিকুল ইসলাম শেখ (৪২), সাইদুল গাজী (২২), মোসলেম শেখ (৬০), আলমগীর মীর (২৫), মো. সিদ্দিক শেখ (৩৫) ও সাইদুল গাজীর স্ত্রী মরিয়ম বেগম (২০)। মরিয়ম বেগমের কাছ থেকে লুণ্ঠিত মোবাইল উদ্ধার করা হয়। এ ছাড়া ডাকাতি কাজে ব্যবহৃত লোহার শাবল, লোহার রড, রেঞ্জ, মোবাইল ও লুণ্ঠিত স্বর্ণ বিক্রির টাকাসহ সোনার আংটি, ৫টি হাতের বালা উদ্ধার করা হয়।

পুলিশ সুপার বলেন, ডাকাত দলের সদস্যরা অস্ত্রের ভয় দেখিয়ে বরাতিয়া গ্রামের রায়হান সরদার ও সাবাজুল মোল্লার ঘরে ঢুকে মালামাল লুট করে। রাত হলেই তারা টার্গেট করে ডাকাতির কাজে বের হতো। তিনি বলেন, এই চক্রে জড়িত ১০-১২ জনের মধ্যে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক চুরি ও ডাকাতির মামলা রয়েছে। এরা সবাই আন্তজেলা ডাকাত দলের পেশাদার সদস্য। এর মধ্যে সাইদুল গাজী ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি। লুণ্ঠিত অন্যান্য মালামাল উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর