মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

খালেদা জিয়ার কিছু হলে পরিণতি শুভ হবে না : আব্বাস

৩৬ ঘণ্টার মধ্যে বিদেশে পাঠানোর দাবি

নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘বেগম খালেদা জিয়াকে ৩৬ ঘণ্টার মধ্যে বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন। অন্যথায় পরিণতি শুভ হবে না। খালেদা জিয়ার কিছু হলে আপনাদের কারোর অস্তিত্ব দেশে রাখব না।’ গতকাল সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসনের আশু আরোগ্য কামনায় দোয়া মাহফিল-পূর্ব বক্তব্যকালে তিনি সরকারের প্রতি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য এবং ছাত্রদলের সাবেক নেতাদের উদ্যোগে অসুস্থ খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাবেক ছাত্রনেতাদের মধ্যে শামসুজ্জামান দুদু, হাবিবুর রহমান হাবিব, আবুল খায়ের ভুঁইয়া, খায়রুল কবির খোকন, জহির উদ্দিন স্বপন, মোস্তাফিজুর রহমান বাবুল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, নাজিম উদ্দিন আলম, ফজলুল হক মিলন, শিরিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন। মির্জা আব্বাস অভিযোগ করে বলেন, ‘যেদিন বিএনপি নেত্রীকে গ্রেফতার করা হয়েছে সেদিন থেকেই তাকে হত্যার চক্রান্ত শুরু হয়।

এই গ্রেফতার ছিল তাকে হত্যা করার জন্য। এটা আমরা বুঝতে পারিনি। আমরা বুঝেছি তাকে গ্রেফতার করা হয়েছে। অসুস্থ হওয়ার পর আমরা বলা শুরু করেছি তিনি অসুস্থ হয়েছেন। আসলে উনাকে গ্রেফতারের মাধ্যমে অসুস্থ করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হবে এটাই ছিল তাদের পরিকল্পনা। যা এখন কার্যকর করা হচ্ছে। নইলে কীভাবে সরকারের লোকজন বলেন, খালেদা জিয়াকে বাইরে পাঠানোর কোনো সুযোগ নেই, আইনের জটিলতা আছে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর