মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

মা ইলিশ রক্ষা অভিযান এক মাস পেছানোর দাবি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

আগামী ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন সারা দেশে ইলিশ শিকার, সংরক্ষণ, সরবরাহ ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। তবে এখনো মাছের পেটে ডিম না আসায় নিষেধাজ্ঞার মেয়াদ এক মাস পেছানোর দাবি তুলেছে বরিশাল জেলা মৎস্য আড়তদার অ্যাসোসিয়েশন। তাদের দাবি, ঋতু পরিবর্তনের কারণে ইলিশের প্রজনন মৌসুমও পিছিয়েছে। মৎস্য বিভাগ হালনাগাদ গবেষণা না করে পুরনো নিয়মে নিষেধাজ্ঞা দিচ্ছে। এতে মৎস্যজীবীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। যদিও মা ইলিশ রক্ষায় যথাযথ গবেষণার ভিত্তিতে যথাসময়ে নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান। গতকাল দুপুরে নগরীর পোর্ট রোডের ইলিশ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলন করে বরিশাল জেলা মৎস্য আড়তদার অ্যাসোসিয়েশেন। সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক নিরব হোসেন টুটুল বলেন, জলবায়ু পরিবর্তনসহ প্রাকৃতিক নানা কারণে ইলিশ মাছের ওপর বিরূপ প্রভাব পড়েছে। তাদের দাবি- ইলিশের পেটে এখনো ডিম আসেনি। মৎস্য বিভাগের হালনাগাদ কোনো গবেষণা নেই। তারা পুরনো গবেষণার ওপর ভিত্তি করে নিষেধাজ্ঞা দিচ্ছে। নিষেধাজ্ঞার পর প্রচুর মা ইলিশ ধরা পড়ছে। এতে ইলিশের প্রজনন কম হচ্ছে। তারা হালনাগাদ গবেষণার ভিত্তিতে ইলিশ নিষেধাজ্ঞার সময় এক মাস পিছিয়ে দেওয়ার দাবি জানান।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর