মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

দুদকে কৃষি ব্যাংকের জিএম খালেদুজ্জামানকে জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি ও ঋণ জালিয়াতির অভিযোগে বাংলাদেশ কৃষি ব্যাংকের জিএম মো. খালেদুজ্জামানকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত সপ্তাহে তাকে দুদক প্রধান কার্যালয়ে তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গেছে। গতকাল দুদক সূত্র জানান, প্রধান কার্যালয় থেকে অনুসন্ধান শুরুর পর দুদকের সহকারী পরিচালক প্রবীর দাসকে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ অনুসন্ধান কর্মকর্তা খালেদুজ্জামকে জিজ্ঞাসাবাদ এবং সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করেছেন। অভিযোগে জানা গেছে, খালেদুজ্জামান এক সময় ব্যাংকের বিভাগীয় অফিসের জেনারেল ম্যানেজারের দায়িত্ব পালন করে গড়ে তোলেন নিজস্ব সিন্ডিকেট। তার আওতাধীন টাঙ্গাইলের মির্জাপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জসহ কৃষি ব্যাংকের শাখাগুলোয় ক্ষমতার অপব্যবহার করে কোটি কোটি টাকা ঋণ দেওয়া হয়। সর্বশেষ টাঙ্গাইলের মির্জাপুর শাখা থেকে মহেরা গ্রুপ নামে একটি প্রতিষ্ঠানকে ধাপে ধাপে প্রায় ৩ কোটি টাকার বিশেষ কৃষি ঋণ দিয়ে দুদকের মুখোমুখি হয়েছেন তিনি।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর