মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

শেয়ারবাজারে সূচক বাড়লেও কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের দ্বিতীয় দিনে সূচকের সামান্য উত্থান হয়েছে। তবে কমেছে লেনদেনের পরিমাণ। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্যসূচক বেড়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে। আগের দিন শেয়ারবাজারে বড় দরপতন হয়। ডিএসইতে দাম বাড়ে মাত্র ১২টি প্রতিষ্ঠানের শেয়ার দর। গতকাল দিনের লেনদেন শেষে সব খাত মিলে ডিএসইতে ৮২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৬২টির এবং ১৫৬টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৮২ পয়েন্টে অবস্থান করছে। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৪৪১ কোটি ২৭ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৫০০ কোটি ৭৪ লাখ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ৫৯ কোটি ৪৭ লাখ টাকা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর