মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা
সেমিনারে ব্যাংকাররা

ডলার সংকট নিরসনে নীতিমালা দরকার

নিজস্ব প্রতিবেদক

চলমান ডলার সংকট নিরসন ও কর্মসংস্থান তৈরির উদ্দেশে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই) সহায়ক নীতিমালা দরকার বলে মনে করেন ব্যাংকাররা। গতকাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) আয়োজিত সেমিনারের বক্তারা এ কথা বলেন। তারা বলেন, চরম ডলার সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশ। এই সংকট নিরসনের একমাত্র উপায় ডলার আয় বৃদ্ধি। কিন্তু প্রক্রিয়াগত জটিলতার কারণে ক্ষুদ্র উদ্যোক্তারা সহজে পণ্য রপ্তানি করতে পারেন না। ব্যাংকগুলো এসএমই খাতে ঋণ বিতরণ করলেও অবহেলিত রপ্তানিতে ইচ্ছুক ক্ষুদ্র গ্রাহকরা। অনুষ্ঠানে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন বিআইবিএম-এর অধ্যাপক ড. শাহ মো. আহসান হাবিব। সভাপতিত্ব করেন বিআইবিএমের মহাপরিচালক ড. মো. আখতারুজ্জামান। এ সময় বিভিন্ন ব্যাংকের এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর