বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে উনাইসি লুতু ভুনিওয়াকা

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে এসেছেন জাতিসংঘের নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ক সহকারী সেক্রেটারি জেনারেল উনাইসি লুতু ভুনিওয়াকা। গতকাল বেলা ১১টায় উনাইসি লুতু ভুনিওয়াকা উখিয়া উপজেলার কুতুপালং ২ নম্বর শরণার্থী শিবির, দুপুরে বালুখালী ৮ নম্বর শরণার্থী শিবির এবং ২০ নম্বর শরণার্থী শিবিরের বর্ধিত অংশ পরিদর্শন করেন।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের কর্মকর্তারা জানান, তিনি রোহিঙ্গাদের পাশাপাশি জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের কর্মকর্তা, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি এবং মানবিক সহায়তায় যুক্ত অন্যান্য সংস্থার কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

এর আগে তিনি এপিবিএন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং শরণার্থী শিবিরের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি কেমন তা জানার চেষ্টা করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর