বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

তালিকাভুক্ত সন্ত্রাসী রক্তচোষা জনি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুরের কুখ্যাত তালিকাভুক্ত সন্ত্রাসী মো. মনির হোসেন ওরফে মো. জনি মিয়া ওরফে ‘রক্তচোষা’ জনিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশকে কুপিয়ে জখম করা, ডাকাতি, মাদক বিক্রিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে এই জনির বিরুদ্ধে। গতকাল দুপুরে মোহাম্মদপুরের একতা হাউজিং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ৩০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। গতকাল নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) এইচএম আজিমুল হক।

তিনি বলেন, চাঁদাবাজি, সন্ত্রাসী, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে জনির বিরুদ্ধে ১৪টি মামলা আছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর