বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

চট্টগ্রামে স্কুলের যন্ত্রাংশ চুরি দুজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নগরীর লাভলেইন এলাকার সরকারি ন্যাশনাল প্রাইমারি স্কুল থেকে চুরি হওয়া ট্যাব, এলইডি টিভি, এলইডি মনিটরসহ বিভিন্ন ইলেকট্রনিক্স যন্ত্রাংশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় এ ঘটনায় জড়িত দুজনকে গ্রেফতার করা হয়। গতকাল তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবির। গ্রেফতারকৃতরা হলেন, আবদুর রহিম শিপন ওরফে সুমন (২২) ও মো. শাহিন (৩০)। কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবির জানান, মামলা দায়েরের পর মামলার তদন্তকারী কর্মকর্তা সিসিটিভি ক্যামেরার ফুটেজ যাচাই করে এবং তথ্যপ্রযুক্তির সাহায্যে আসামি আবদুর রহিম শিপনকে (২২) শনাক্ত করেন। তাকে গ্রেফতারের পর তার দেওয়া তথ্যে অন্য আসামি মো. শাহিনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া ৫৪টি ট্যাবের মধ্যে ২৭টি ট্যাবসহ বাকি মালামাল উদ্ধার করা হয়। চুরি হওয়া বাকি মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। গ্রেফতার আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর