বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

রাজশাহীর ৪৬৮ মন্ডপে হবে দুর্গাপূজা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে এবার ৪৬৮ মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে জেলায় ৩৮৯টি ও মহানগরীতে ৭৯টি মন্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে জোরেশোরে চলছে প্রতিমা তৈরির কাজ। ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমাশিল্পীরা। আগামী ২০ অক্টোবর থেকে এ পূজা শুরু হবে। গতকাল সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক শামীম আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, পূজা শান্তিপূর্ণভাবে উদযাপন করার জন্য জেলা ও উপজেলা পর্যায়ের সব মন্ডপের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর আছে। এ জন্য ২৬টি নির্দেশনা দেওয়া হয়েছে। সবাইকে নির্দেশনাগুলো কঠোরভাবে মেনে চলতে হবে।

প্রস্তুতিমূলক সভায় জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) রাজশাহীর যুগ্ম পরিচালক মো. শহিদুজ্জামান, পুলিশ সুপার মো. সাইফুর রহমান, ডিজিএফআই রাজশাহীর উপ-পরিচালক মোস্তাক আহমেদ, আরএমপির বিশেষ পুলিশ সুপার মুহম্মদ আবদুর রকিব, রাজশাহীর হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি তপন কুমার সেনসহ বিভিন্ন উপজেলার পূজা উদযাপন পরিষদের সদস্য উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর