বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

ভিসানীতিতে শেখ হাসিনা বাপের বেটির ভূমিকা রেখেছেন

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আমেরিকার ভিসানীতির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বাপের বেটি’র ভূমিকা রেখেছেন বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, ‘তারা (আমেরিকা) এখন কী বলে এটা সেটা ভিসানীতির কথা। আমাদের নেত্রী বঙ্গবন্ধুর রক্তের এবং আদর্শের উত্তরাধিকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাপের বেটি, যোগ্য পিতার যোগ্য কন্যা। কী কইছেন? তুমি (আমেরিকা) স্যাংশন দিলে আমিও স্যাংশন দেব, আমার জনগণ দেবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগ নেতা শহীদ মোহাম্মদ ময়েজউদ্দিনের ৩৯তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে শহীদ মোহাম্মদ ময়েজউদ্দিন স্মৃতি সংসদ। সংগঠনের সভাপতি শহীদ ময়েজউদ্দিনের কন্যা ও মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপির সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবদুল বাতেন প্রমুখ। স্মৃতি সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মূল প্রবন্ধ পাঠ ও সাধারণ সম্পাদক সাংবাদিক আতাউর রহমান সভা সঞ্চালনা করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর