বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

পদোন্নতির দাবিতে আইজিপির কাছে পুলিশ কর্মকর্তারা

নিজস্ব প্রতিবেদক

নির্ধারিত সময়ে পদোন্নতি না পেয়ে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) সঙ্গে দেখা করে ক্ষোভ জানিয়েছেন পুলিশ ক্যাডারের দুই ব্যাচের কর্মকর্তারা। দ্রুততম সময়ে পদোন্নতি পেতে পুলিশ প্রধানের সহযোগিতা চেয়েছেন তারা। গতকাল পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সঙ্গে দেখা করেন ৩৫ ও ৩৬তম বিসিএসের পুলিশ ক্যাডারের সদস্যরা। জাতীয় সংসদ নির্বাচনের আগেই পদোন্নতি নিশ্চিত করতে পুলিশপ্রধানকে অনুরোধ জানান তারা।

পুলিশ সদর দফতরে প্রায় ঘণ্টাব্যাপী চলে এই বৈঠক। বৈঠকে অংশ নেওয়া ডিএমপির এক সহকারী কমিশনার নাম প্রকাশ না করার শর্তে বলেন, ৩৫তম ব্যাচের পুলিশ সদস্যরা প্রায় দেড় বছর ধরে পদোন্নতিবঞ্চিত। এ সময়ে তাদের অতিরিক্ত পুলিশ সুপার (ষষ্ঠ গ্রেডে) পদে পদোন্নতি হওয়ার কথা ছিল। প্রশাসন, আনসার ক্যাডারসহ কয়েকটি ক্যাডারের সদস্যরা ষষ্ঠ গ্রেডে পদোন্নতি পেয়েছেন। কিন্তু পুলিশ ক্যাডারের সদস্যরা পদোন্নতি পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। এদিকে ৩৬তম পুলিশ ক্যাডারের সদস্যরা ষষ্ঠ গ্রেডে পদোন্নতির জন্য বয়সসীমা, চাকরির মেয়াদসহ সব শর্ত পূরণ করেছেন। তারাও এখনো পদোন্নতি পাননি। পুলিশপ্রধানের সঙ্গে বৈঠকে ৩৬ ব্যাচের কর্মকর্তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এ বিষয়ে আইজিপি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর