বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

বৌদ্ধ সন্ন্যাসী সেজে যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা, যুবক কারাগারে

নিজস্ব প্রতিবেদক

বৌদ্ধ সন্ন্যাসী সেজে যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টার অভিযোগে অমরজিদ বড়ুয়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের নিরাপত্তা কর্মকর্তা ও পুলিশের জিজ্ঞাসাবাদে অমরজিদ স্বীকার করেছেন, তিনি পেশায় একজন টেকনিশিয়ান। দালালের মাধ্যমে জাল কাগজপত্র তৈরি করে যুক্তরাষ্ট্রে যেতে চেয়েছিলেন। গতকাল ঢাকায় মার্কিন দূতাবাসের সহকারী রিজিওনাল সিকিউরিটি অফিসার মাইকেল লি গুলশান থানায় অমরজিদ বড়ুয়ার বিরুদ্ধে মামলা করেছেন। এরপর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। মামলার এজাহারে মাইকেল লি উল্লেখ করেন, ২৩ আগস্ট অমরজিদ বড়ুয়া নামে এক ব্যক্তি ওয়েস্ট লস অ্যাঞ্জেলেসের বুড্ডিস্ট প্যাগোডা থেকে আনা একটি আমন্ত্রণপত্রসহ মার্কিন দূতাবাসে আবেদন করেন। মার্কিন দূতাবাস কর্তৃপক্ষ অমরজিদ বড়ুয়ার আমন্ত্রণপত্র যাচাই করে জানতে পারে সেটি জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে। জাল আমন্ত্রণপত্রের কথা জিজ্ঞেস করলে স্বীকার করেন তিনি বৌদ্ধ সন্ন্যাসী নন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর