বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

বাবা খুনের মামলায় জামিনে বেরিয়ে স্ত্রীকে খুন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বাবাকে খুনের মামলায় কারাগারে ছিলেন। সেই মামলায় কারাগার থেকে জামিনে বেরিয়ে এসেছিলেন। এবার নেশার টাকা চেয়ে না পেয়ে এবং পারিবারিক কলহে গলায় বেল্ট পেঁচিয়ে খুন করলেন স্ত্রীকেও। নিহত গৃহবধূর নাম শিলা খাতুন (২৮)। এরপর থেকে স্বামী মুরাদ হোসেন কারিগর গা ঢাকা দিয়েছেন। গতকাল ভোরে রাজশাহীর চারঘাট উপজেলার তাঁতারপুর গ্রামে এ খুনের ঘটনা ঘটে। খবর পেয়ে সকালে চারঘাট থানার পুলিশ ঘটনাস্থলে যায়। সুরতহাল প্রতিবেদন তৈরির পর দুপুরে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বিকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

রাজশাহীর চারঘাট থানার উপপরিদর্শক (এসআই) প্রজ্ঞাময় মন্ডল জানান, মুরাদ হোসেন এর আগে পোলাওয়ের চাল কেনার মতো তুচ্ছ ঘটনায় দিন-দুপুরে নিজের বাবাকে লাঠি দিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছিলেন। এবার নেশার টাকা ও পারিবারিক কলহের জেরে স্ত্রীকে খুন করে পালিয়েছেন। তাকে গ্রেফতারের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর