বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

মাদক মামলায় ১০ বছরের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে মাদক মামলার রায়ে হাফিজুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে ১০ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। গতকাল রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এ রায় দিয়েছেন। রায় ঘোষণার সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন।

রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের স্পেশাল পিপি এন্তাজুল হক বাবু বিষয়টি নিশ্চিত করে জানান, দন্ডপ্রাপ্ত আসামি হাফিজুল ইসলামের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার হনুফা চাইপাড়া গ্রামে। তিনি ওই এলাকার মৃত আলিম উদ্দিনের ছেলে। আদালত সূত্রে জানা যায়, আসামি ২০১৭ সালের এপ্রিল মাসে ৬০০ পিস ইয়াবাসহ পুলিশের হাতে গ্রেফতার হন। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পুলিশ। স্বাক্ষ্য প্রমাণ শেষে গতকাল বিচারক এ রায় দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর