বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

ছাত্রলীগ নেতাকে রাতভর নির্যাতনের অভিযোগ

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মওলানা ভাসানী হলের ১২৬ নম্বর কক্ষে ডেকে নিয়ে শাখা ছাত্রলীগের এক নেতাকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে। এছাড়া মারধরের ঘটনা কাউকে না জানাতে ভুক্তভোগীর পেটে পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি দেওয়া হয়। গতকাল দুপুরে জাবির ছাত্র-শিক্ষক কেন্দ্রের সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অমানুষিক নির্যাতনের বর্ণনা দেন ভুক্তভোগী ছাত্রলীগ নেতা জাহিদ হাসান ইমন। জাহিদ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের (৪৬তম ব্যাচ) শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলের আবাসিক শিক্ষার্থী ও জাবি ছাত্রলীগের উপ-তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। অভিযুক্তরা হলেন- বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আরমান খান যুব, আরাফাত তুষণ ও অজ্ঞাত আরেক ব্যক্তি। এদের মধ্যে আরমান খান যুব কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয়ের আপন ছোট ভাই। তিনি বিশ্ববিদ্যালয়ের ৪১তম ব্যাচের ‘র‌্যাগের রাজা’। এছাড়া কয়েক বছর আগে ছাত্রত্ব শেষ হলেও তিনি মওলানা ভাসানী হলের ১২৬ নম্বর কক্ষ অবৈধভাবে দখল করে রেখেছেন।

এ বিষয়ে জানতে আরমান খান যুব ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেলকে একাধিকবার কল করা হলেও তারা রিসিভ করেননি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর