বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

ভিসানীতি নিয়ে সরকার মাথা ঘামায় না : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ভিসানীতি নিয়ে সরকার মাথা ঘামায় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ সরকার ভিসানীতি নিয়ে মাথা ঘামায় না। কারণ এটি অনেক আগে থেকেই চলমান ছিল এবং আছে। ভিসানীতি একটি বিচ্ছিন্ন বিষয়। এ নিয়ে মাথা ঘামানোর সময় আওয়ামী লীগের নেই। গতকাল ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান। প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কর্নেল অব. ফারুক খান এমপি। বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, শাজাহান খান এমপি প্রমুখ। সঞ্চালনা করেন মহানগর উত্তরের সাধারণ সম্পাদক এম এম মান্নান কচি। তথ্যমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ মির্জা ফখরুলদের কর্মসূচির তোয়াক্কা করে না।

নির্বাচনে বাধা দিলে বিরোধী দলের নেতারাও ভিসানীতির আওতায় পড়বে। ভিসানীতি শুধু সরকারের জন্যে না বিরোধী দলের নেতারাও আছেন। কিন্তু সেটি বিএনপি বলবে না। ইতোমধ্যে অনেকের নাম এসেছে ভিসানীতিতে। আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বিএনপির উদ্দেশে বলেন, নির্বাচনে আসুন। না এলে আপনাদের অনেক নেতা আওয়ামী লীগে যোগ দিয়ে নির্বাচন করবেন। তিনি বলেন, বিএনপি নাকি নারায়ণগঞ্জ ঘেরাও করে সরকারকে গদি থেকে নামাবে। আমরাও প্রস্তুত আছি। আমরাও বিএনপিকে ঘেরাও করে উচিত শিক্ষা দিব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর