শিরোনাম
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

নকল পণ্য বিক্রি করায় ৩৮ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

পুরান ঢাকার লালবাগ ও কামরাঙ্গীরচরের ১০ প্রতিষ্ঠানকে ৩৮ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনুমোদনহীন নকল প্লাস্টিক পণ্য, প্রসাধনী, শিশুখাদ্য ও বৈদ্যুতিক সরঞ্জামাদি উৎপাদন, মজুদ ও বিক্রির অভিযোগ পাওয়া যায়। গতকাল র‌্যাব-১০-এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম ও র‌্যাব-১০-এর সমন্বয়ে একটি দল কামরাঙ্গীরচর ও লালবাগ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় ১০টি প্রতিষ্ঠানকে মোট ৩৮ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। এর মধ্যে মাইশা এন্টারপ্রাইজ, কামাল প্যাকেজিং, এ এম জেড ফুড অ্যান্ড বেভারেজ, শেখ ফরিদ মার্কেটিং লিমিডেট ও বকুল প্যাকেজিং কোম্পানিকে ৪ লাখ করে, র‌্যামন ফ্লাওয়ার মিলসকে ৩ লাখ, ইএসপিএন ক্যাবল, ক্লাসিক করপোরেশন পিভিসি, আনন্দ প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ, চমক স্টার্ট পলিমার ইলেকট্রিক পাইপ ও মনি প্লাস্টিক হাউসকে ২ লাখ করে এবং রিমি প্লাস্টিক ইন্ডাস্ট্রিজকে ৫ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। এ সময় আনুমানিক ২৫ হাজার টাকা মূল্যের নকল প্লাস্টিকের পলিথিন জব্দ করে ধ্বংস করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর