শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

প্রতিদিন ডেস্ক

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীতে আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারিয়ার উদ্যোগে জশনে জলুস শোভাযাত্রা বের করা হয়-বাংলাদেশ প্রতিদিন

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বৃহস্পতিবার সারা দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম এবং ওফাতের দিন ছিল এটি। হিজরি সালের তৃতীয় মাস রবিউল আউয়ালের ১২ তারিখে মক্কার বিখ্যাত কুরাইশ বংশে বিশ্বনবী জন্মগ্রহণ করেন। খ্রিস্টীয় বর্ষপঞ্জিতে তাঁর জন্মবছর ছিল ৫৭০ সাল। একই তারিখে ৬৩২ খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেন। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তাঁরা মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে ভ্রাতৃত্ববোধ ও মানবকল্যাণে ব্রতী হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান। ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনের জন্য সরকার, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন নানা কর্মসূচি পালন করেছে। নিজস্ব প্রতিবেদক, ঢাকা জানান, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিভিন্ন জাতীয় দৈনিক বিশেষ ক্রোড়পত্রও প্রকাশ করেছে। পাশাপাশি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, বেসরকারি টেলিভিশন চ্যানেল বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করে। ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বুধবার থেকে ইসলামিক ফাউন্ডেশনের ১৫ দিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়েছে। এদিকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীতে লিবারেল ইসলামিক জোটের চেয়ারম্যান ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী আল্-হাসানীর নেতৃত্বে শোভাযাত্রা ও জশনে জলুস র‌্যালি বের করা হয়। শোভাযাত্রাটি ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেন ১৪ দলীয় সমন্বয়ক ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, বাংলাদেশ ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম জানান, বর্ণিল আয়োজনের মাধ্যমে পালন হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.)। এরমধ্যে আন্জুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট ও গাউসিয়া কমিটি বাংলাদেশের ব্যবস্থাপনায় আয়োজন করা হয় জুশনে জলুস ও আলোচনা সভা। এতে নেতৃত্ব দেন পীর সৈয়্যদ মুহাম্মাদ সাবির শাহ্ ও শাহজাদা সৈয়্যদ মুহাম্মাদ কাসেম শাহ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর