শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

পর্যটনের অপার সম্ভাবনা রংপুরে

নজরুল মৃধা, রংপুর

পর্যটনের অপার সম্ভাবনা রংপুরে

রংপুর বিভাগের প্রত্নতত্ত্ব সম্পদ ঘিরে পর্যটনের অপার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। প্রতি বছর ২৫ লাখের বেশি দর্শক এসব প্রত্নতত্ত্ব সম্পদ দেখতে ভিড় জমাচ্ছেন। এতে প্রত্নতত্ত্বকে ঘিরে সরকারের রাজস্ব বাড়ছে। সেই সঙ্গে প্রতি বছরই নতুন করে যোগ হচ্ছে প্রত্নতত্ত্ব নির্দশনের সংখ্যা।

প্রত্নতত্ত্ব অধিদফতর রংপুর ও রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, রংপুর বিভাগে ৬০টি এবং রাজশাহী বিভাগে ২৫৬টি প্রত্নতত্ত্ব সম্পদ রয়েছে। রংপুরে তাজহাট জমিদার বাড়ি, লালবিবি মাজার, বেগম রোকেয়ার বসতভিটা, মিঠাপুকুর মসজিদ, দিনাজপুর জমিদার বাড়ি, কন্তজির মন্দির, গাইবান্ধার গোবিন্দগঞ্জের বিরাট  রাজার ঢিবি, পঞ্চগড়ের খালপাড়া প্রাচীন টিবি, মর্কদম গড়, ভিতরগড় আবেষ্টনী দেওয়াল, দেবিগঞ্জের গোলকধাম মন্দির, মির্জাপুর শাহী মসজিদ, রাজা টংকনাথ চৌধুরীর বাড়ি, লালমনিরহাটের নিদারিয়া মসজিদ, নীলফামারী বড় মসজিদ, কুড়িগ্রাম সদর রকাটাদুয়ার ও বাগদুয়ার প্রভৃতি রয়েছে। প্রত্নতত্ত্ব¡ অধিদফতর রাজশাহী ও রংপুর বিভাগীয় কার্যালয়ের আঞ্চলিক পরিচালক ড. নাহিদ সুলতানা বলেন, রংপুরে তাজহাট জমিদার বাড়ি দিনাজপুরের কান্তজির মন্দিরে সবচেয়ে দর্শনার্থী বেশি  হয়। এ দুটি স্থানে প্রতি বছর ২০ থেকে ২৫ লাখের বেশি দর্শকের সমাগম ঘটে। প্রত্নতত্ত্ব সম্পদকে ঘিরে উত্তরাঞ্চলে পর্যটন শিল্পের অপার সম্ভবনা রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর