রবিবার, ১ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

শেখ হাসিনার নেতৃত্বের প্রতি দেশবাসীর গভীর আস্থা আছে : ক্যাপ্টেন তাজ

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম এমপি বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বের প্রতি দেশবাসীর গভীর আস্থা রয়েছে। শেখ হাসিনা ও আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য বার বার ষড়যন্ত্র করা হয়েছে তা প্রতিহত করেই আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে। প্রতিটি আঘাতের শোককে আওয়ামী লীগ শক্তিতে রূপান্তর করেছে। গতকাল বাঞ্ছারামপুর উপজেলার রবীন্দ্র সরোবর, তিতাস নদীর ওপর নির্মিত ব্রিজ, পৌরসভার ডোলভাঙ্গায় নির্মাণাধীন বিভিন্ন প্রকল্পের কাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা একি মিত্র চাকমা, সহকারী কমিশনার ভূমি কাজী আতিকুর রহমান প্রমুখ।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর