রবিবার, ১ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

বিচ কার্নিভালের চতুর্থ দিনে নানা আয়োজনে রঙিন কক্সবাজার

কক্সবাজার প্রতিনিধি

বিচ কার্নিভালের চতুর্থ দিনে নানা আয়োজনে রঙিন কক্সবাজার

পর্যটন মেলা ও বিচ কার্নিভালের চতুর্থ দিনে নানান আয়োজনে রঙিন ছিল কক্সবাজার। সমুদ্রসৈকতে গতকাল অনুষ্ঠিত হয়েছে লাইফগার্ড রেসকিউ ও সার্ফিং প্রদর্শনী। সকালে লাইফগার্ড রেসকিউ ও সার্ফিং প্রদর্শনীর উদ্বোধন করেন পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ জাদী মাহবুবা মঞ্জুর মৌনা। বিকেলে ঘুড়ি উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহীন ইমরান। উপস্থিত ছিলেন কক্সবাজারের পুলিশ সুপার মাহফুজুল ইসলাম,  অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিভীষণ কান্তি দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল, পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ জাদী মাহবুবা মঞ্জুর মৌনাসহ সংশ্লিষ্টরা।

পরে বিচ ম্যারাথন এবং প্রতিদিনের মতো  সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডিজে শো অনুষ্ঠিত হয়।  কক্সবাজারের জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান বলেন, সপ্তাহব্যাপী পর্যটন মেলা ও বিচ কার্নিভালে প্রতিদিনই থাকছে নানা আয়োজন। এসবের মধ্যে রয়েছে সার্কাস প্রদর্শনী, বিচ বাইক র‌্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে শো, আতশবাজি, রোড শো, সেমিনার, ঘুড়ি উৎসব, ম্যাজিক শো, ফায়ার স্পিন, লাইফ গার্ড রেসকিউ প্রদর্শনী, ফানুস উৎসব, সার্ফিং প্রদর্শনী, বিচ ম্যারাথন, বিচ ভলিবল, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান এবং কনসার্ট। পর্যটক ও দর্শনার্থীদের বিনোদনে এবারের মেলায় রয়েছে বিনামূল্যে সার্কাস প্রদর্শনী। লোকাল শিল্পীর পাশাপাশি বিভিন্ন অঞ্চল থেকে শিল্পীরা অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর