রবিবার, ১ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

বাজারে সরকারের কঠোর নিয়ন্ত্রণের দাবিতে ওয়ার্কার্স পার্টির মিছিল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বাংলাদেশের নির্বাচনে মার্কিনীদের হস্তক্ষেপ বন্ধ করাসহ বাজারে সরকারের নিয়ন্ত্রণ কঠোর করার দাবিতে লাল পতাকা সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ওয়ার্কার্স পার্টি। সংগঠনের জেলা কমিটির উদ্যোগে গতকাল বেলা ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শেখ মো. টিপুু সুলতান, জেলা কমিটির সম্পাদক ম লীর সদস্য মোজাম্মেল হক ফিরোজ, শাহিন হোসেন, এম.এ গফুর মোল্লা, এইচ,এম হারুন ও সাবেক ছাত্র নেতা শামীল শাহরুখ তমাল প্রমুখ।বিক্ষোভ সমাবেশে সাবেক সংসদ সদস্য শেখ মো. টিপু সুলতান দেশের বাজার দর নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হওয়ায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির পদত্যাগ দাবি করেন।

সমাবেশ শেষে একটি লাল পতাকা মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফকিরবাড়ি রোডের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর